রায়গঞ্জ: ফের কিডনি পাচার চক্রের হদিশ রায়গঞ্জের রারিয়া গ্রামে। রায়গঞ্জের বিন্দোলের পর রারিয়া গ্রামে আর্থিক অনটন ঘোচাতে দেদার কিডনি বিক্রির অভিযোগ। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সকলের অগোচরেই চলছে এই কারবার।
আর্থিক অনটন ঘোচাতেই স্থানীয়রা স্বেচ্ছায় কিডনি বিক্রি করছেন। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে অনেকেই রাজি হননি। কেউ কেউ মুখ খুললেও, তাঁদের মুখেই শোনা গেল আর্থিক অনটনের কথা। গ্রামের কিডনি পাচারের মূল পান্ডা রেজ্জাক এখন এই পেশা থেকে অনেকটা দূরে থাকলেও কার মদতে চলছে এই কাজ খতিয়ে দেখা হচ্ছে।