সেপটিক শকে প্রাক্তন রাষ্ট্রপতি, শারীরিক অবস্থার আরও অবনতি

সেপটিক শকে প্রাক্তন রাষ্ট্রপতি, শারীরিক অবস্থার আরও অবনতি

f262124e52751eb66808966afa2dd39a

নয়াদিল্লি: আরও অবনতি হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার৷ সেপটিক শকের আশঙ্কার কথা জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল৷ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে শেষ রবিবার থেকে৷ এই মুহূর্তে তিনি গভীর কোমায় আচ্ছন্ন৷ রাখা হয়েছে ভেন্টিলেশনে৷

 

মেডিক্যাল বুলেটিনে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর সেপটিক শক ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷  বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন৷ গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি৷ তাঁকে ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছে৷ করোনা আক্রান্ত হওয়ায় পাশাপাশি তাঁর মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয়৷ এরপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়৷

রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির রক্তচাপ থেকে শুরু করে পালস রেট ও হার্ট রেটের মতো রক্ত সঞ্চালন স্থিতিশীল৷ কিন্তু সোমবার সকালে তাঁর শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে৷ ফুসফুসে সংক্রমণ চিন্তা বাড়িয়েছে চিকিৎসাকদের৷

গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রণববাবুকে৷ হাসপাতালে শরীরিক পরীক্ষা করাতে গিয়ে করোনা ধরা পড়ে৷ ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান তিনি৷ পরে, সকালে হাত অবশ হতে থাকে৷ নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে৷ সেখানে পরীক্ষার পর দেখা যায়, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে৷ জরুরি হয়ে পড়ে অস্ত্রোপচার৷ প্রায় ৬-৭ ঘণ্টা অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে চলে যান দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি৷ কখনও কখনও শারীরিক অবস্থার উন্নতি খবর মিললেও প্রণববাবুর শারীরিক অবস্থা জটিল হতে শুরু করে৷ মূত্রাশয় সংক্রান্ত সমস্যা ও ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *