ভোটের কাজে ব্যস্ত! সময় চেয়ে সিবিআই-কে চিঠি দিলেন অদিতির স্বামী দেবরাজ

কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করে সিবিআই৷ ভোটপর্বের মাঝেই ডাক পড়ল যুব…

কলকাতা: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করে সিবিআই৷ ভোটপর্বের মাঝেই ডাক পড়ল যুব তৃণমূলের দাপুটে এই নেতার। কিন্তু সিবিআই-এর তলবে সাড়া দিলেন না দেবরাজ। আইনজীবী মারফত সিবিআই-কে চিঠি পাঠালেন তৃণমূল নেতা৷ সেখানে তিনি জানিয়েছেন, ভোটের কাজে ব্যস্ত থাকায়, তাঁর পক্ষে এখন হাজিরা দেওয়া সম্ভব নয়। ৪ জুনের পর তিনি হাজিরা দিতে পারবেন। কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে সময় চাইলেন দেবরাজ।

 

গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে আসে দেবরাজের নাম৷ সেই সময় তাঁর দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দু’বার তলব করা হয়। দু’বারই তলবে সাড়া দিয়েছিলেন তিনি। এমনকি বলেছিলেন, একশো বার ডাকলে একশো বারই আসব। একজন নাগরিক হিসাবে তাঁর কর্তব্য তদন্তে সহযোগিতা করা। সেই সঙ্গে স্পষ্ট ভাবে এও বলেছিলেন যে, ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতাই ছিল না৷ এবার ফের তলব করা হয় তাঁকে৷ তবে ১ জুন কলকাতায় ভোট৷ তাই এখন তিনি হাজিরা দিতে পারবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *