debraj
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠাল সিবিআই। আজ সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁদের।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য ও বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতেও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই দুই তৃণমূল নেতার নাম উল্লেখ করা হয়েছে৷ ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দেবরাজ ও বাপ্পাদিত্যই নয়, নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে কাজ করেছেন মহিদুল আনসারি, জফিকুল ইসলাম, সজল কর এবং সৌরভ ঘোষ। তাঁদের ডেরায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে বলেও দাবি।
দেবরাজের কাছ থেকেও টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র উদ্ধার করে সিবিআই৷ ওই একই দিনে বাপ্পাদিত্যের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকরি সংক্রান্ত নথি খুঁজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷