রায়দিঘি থেকে দাঁড়াতে চান না! নির্বাচনের আগে ফের শিরোনামে দেবশ্রী

রায়দিঘি থেকে দাঁড়াতে চান না! নির্বাচনের আগে ফের শিরোনামে দেবশ্রী

কলকাতা: রায়দিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ আলোচনা হয়েছে। তার কারণ, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এই পরিস্থিতিতে ফের একবার টোটো কেলেঙ্কারি নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে মানহানির অভিযোগ তুলে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন তিনি। এবার ফের একবার সংবাদ শিরোনামে দেবশ্রী রায়। আসন্ন বিধানসভা নির্বাচনে রায়দিঘি থেকে আর লড়তে চান না তিনি।

এক সংবাদমাধ্যমকে দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে আর রায়দিঘিতে দাঁড়াতে চান না কারণ তিনি খুব বিরক্ত। একই সঙ্গে তিনি এও অভিযোগ তুলেছেন, তৃণমূল কংগ্রেসের একাংশ চাইছেন না তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হন! এই প্রেক্ষিতে তাঁর কাছে নাকি হুমকি ফোন এসেছে। এই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জানিয়েছেন বলেও বলেছেন দেবশ্রী রায়। এই পরিপ্রেক্ষিতেই তাঁর স্পষ্ট বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি রায়দিঘি থেকে দাঁড়াবেন না। টোটো কেলেঙ্কারির অপবাদও ভোটে না দাঁড়ানোর অন্যতম কারণ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

তবে রায়দিঘি থেকে না দাঁড়ালে কোথা থেকে আসন্ন নির্বাচনে দাঁড়াবেন সে ব্যাপারে কিছু স্পষ্ট করেননি দেবশ্রী রায়। আগেও তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন, নাকি অন্য কোন দলে যাবেন, সে ব্যাপারেও এখন ধোঁয়াশা রয়েছে। যদিও দেবশ্রী রায় প্রসঙ্গে এখনো দলবদলের জল্পনা তীব্র হয়নি। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে, যদি সত্যিই তিনি রায়দিঘি থেকে না দাঁড়ান তাহলে আসন্ন নির্বাচনে হয়তো অন্য কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দেবশ্রী রায়। আর যদি তেমনটা না হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তিনি কী পদক্ষেপ নেবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে বাংলার মানুষকে। উল্লেখ্য, শোভন-বৈশাখী প্রসঙ্গে তিনি আগেই জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে নেই এবং সিনেমাতেও নেই বলে প্রচার করা হচ্ছে। ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তিনি বলছেন, তিনি রাজনীতি করবেন না সিনেমা করবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে কেউ নাক গলাতে পারে না। তাই যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে তাতে তিনি অপমানিত বোধ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *