রায়গঞ্জ: জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দিচ্ছেন না বিডিও৷ মঙ্গলবার থেকে এমনই দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি। গণনার দ্বিতীয় দিনেও সেই অভিযোগ নিয়েই গণনা কেন্দ্রে ছুটে গেলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। গণনা কেন্দ্রে বিক্ষোভ দেখাতে দেখাতে ক্ষোভে কেঁদেই ফেললেন তিনি। এর পর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান পুলিশ সুপারের অফিসে। তাঁর অভিযোগ, জেলা পরিষদে বিজেপির প্রার্থী জয়ী হওয়া সত্ত্বেও তাঁদের সার্টিফিকেট দিচ্ছেন না বিডিও। রাজ্য জুড়ে একই ঘটনা ঘটছে বলে দাবি তাঁর৷
গণনা কেন্দ্রে থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে দেবশ্রী বলেন, বিজেপির কর্মীদের গণনা কেন্দ্র থেকে হঠিয়ে প্রার্থীদের ইচ্ছে মতো সার্টিফিকেট দিয়েছেন বিডিও। সারাদিন ধরে তৃণমূলের লোকজন ব্যালট বাক্স পাল্টে দিয়েছে৷ দেবশ্রী আরও বলেন, ‘হাতে লিখে বাবার সম্পত্তির মতো সার্টিফিকেট বিলি করছেন বিডিও-রা।’ এবার তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বলেও গর্জে ওঠেন সাংসদ। বিজেপি সাংসদের দাবি, ঘটি বাটি বিক্রি করে ভোটে লড়ে জিতেছে বাংলার গরিব মানুষ। কিন্তু, তাঁদের বঞ্চিত করা হচ্ছে। শাসক দলকে বিঁধে দেবশ্রী বলেন, ‘‘নির্লজ্জতার সীমা আছে। এটা কোনও গণতান্ত্রিক দেশে হয় না।’’
দেবশ্রীর আরও দাবি, নকল আই কার্ড নিয়ে বেশ কিছু মানুষ গণনা কেন্দ্রে প্রবেশ করছে৷ তাঁর কথায়, “১০-১২ টা জেলা পরিষদ আমাদের ছিল। সার্টিফিকেট দেয়নি। এবার দেখুন কী করি। অনুব্রতর হাল করে ছাড়ব। এটাকে চুরি বলে না, এটাকে ডাকাতি বলে।” উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়ার মতো একাধিক জেলায় নিকৃষ্ট খেলা হয়েছে বলেও মন্তব্য তাঁর৷