‘পাপের ফল’, শোভনকে নিয়ে অকপট ‘বন্ধু’ দেবশ্রী!

‘পাপের ফল’, শোভনকে নিয়ে অকপট ‘বন্ধু’ দেবশ্রী!

 

কলকাতা: রাজনীতি থেকে পুরোপুরিভাবে নিজেকে সরিয়ে আনতে চান। ফের একবার ফিরতে চান রুপোলি পর্দায়। তাই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে কামব্যাক করছেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। কিন্তু বর্তমানে রাজ্য-রাজনীতির এমন উত্তাল পরিস্থিতি নিয়ে কিছু বলবেন না, তাই আবার হয় না কি? পুরনো বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বললেন, “পাপ করেছে, কর্মফল তো পেতেই হবে।”

সোমবার নারদ মামলায় তৃণমূলের ৩ নেতা-সহ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই‌। আপাতত তাদের সকলেরই ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে নিয়ে যেতেই সেখানে আইনজীবী নিয়ে উপস্থিত হন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। দুজনেরই দীর্ঘদিনের বন্ধু দেবশ্রী রায়। তৃণমূলের হয়ে বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই তিনজনের মধুর সম্পর্ক৷ কিন্তু কয়েকমাস আগেই দেবশ্রীকে নিয়ে কয়েকটি ‘আপত্তিকর’ মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়। এই নিয়ে সেই সময় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়ও ওঠে। হয় আইনি লড়াইও।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শোভন-বৈশাখীকে নিয়ে অকপট মন্তব্য করেছেন দেবশ্রী। তিনি জানিয়েছেন, “যা কিছু ঘটছে বা ঘটবে, তা সবই কর্মফল। আমায় কেউ কিছু বললে আমি সেটা ভগবান জানিয়ে বলি, তুমি এর বিচার করো। পাপ করে ভগবানের পুজো করলেই পার পেয়ে যাবে‌ না। কর্মের ফল তো তাকে পেতেই হবে। তাই আমায় যে যা বলেছে তার‌ বিচার ভগবান করছে। কর্মফলের জন্যই আজকে এরকম দশা ওর।”– ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =