শোভন-বৈশাখীর বিরুদ্ধে মামলা, আদালতে দেবশ্রী-রত্না-কুণাল!

শোভন-বৈশাখীর বিরুদ্ধে মামলা, আদালতে দেবশ্রী-রত্না-কুণাল!

33a8bb198cbad3fac6967fcb4c426c29

কলকাতা: ফের শিরোনামে শোভন-বৈশাখী। কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবীর নামে মানহানির মামলা করতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। সঙ্গী হলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। রায়দিঘির বিধায়ক দেবশ্রী বললেন, “আমার মানহানি করা হয়েছে। এর বিচার চাই।”

তৃণমূলের সঙ্গে মনোমালিন্যের পরই বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপিতে আসার পরও তাঁর সময় খুব একটা ভালো যাচ্ছিল না। বারবার নাম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন মামলায়। যদিও তার মধ্যে মানহানির মামলায় প্রধান। কিছুদিন আগেই তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে‌ অসাংবিধানিক কথাবার্তা বলার অভিযোগ করে মামলা করেন কুণাল ঘোষ ও দেবশ্রী রায়। বৃহস্পতিবার ফের একবার শোভন-বৈশাখী নামে মানহানির মামলা দায়ের করলেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। সাক্ষী থাকলেন কুণাল ঘোষ ও শোভন-পত্নী রত্না।

শোভন-বৈশাখীর নামে মানহানির মামলা দায়ের করে দেবশ্রী রায় জানিয়েছেন, “আমার মানহানি করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার সংসদীয় এলাকায় গিয়ে আমার নামে কুৎসা রটানো হয়েছে। মহেশতলাতেও উল্টোপাল্টা বলেছেন ওই মহিলা। উনি আমার ইতিহাস জানেন না। আমি আমার কাজের মাধ্যমে বাংলার মানুষকে গর্বিত করেছি। অসংখ্য পুরস্কার পেয়েছি। বাংলার মানুষ এমনই দেবশ্রী রায়ের পাশে থাকেন। বৈশাখীর লোক লাগে। শোভন চট্টোপাধ্যায়কে ধরে এখন লাইমলাইটে আসার চেষ্টা করছে।”

দীর্ঘদিন ধরেই সম্পর্কে বৈবাহিক জটিলতা থেকে রাজনৈতিক কুটিলতা দেখা দিয়েছে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে। রত্নার সঙ্গে সম্পর্কে ভাঙন ধরলে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে নাম লেখান কলকাতার প্রাক্তন মেয়র। স্বামীকে উচিত শিক্ষা দিতে প্রতিদ্বন্দ্বী দল তৃণমূলে এসে যোগ দেন রত্নাও। এবার স্বামীর বিরুদ্ধে সরাসরি আদালতে সাক্ষী দেওয়ার জন্য পৌঁছে গেলেন তিনি। দেবশ্রী রায়ের সঙ্গে আদালতে তার উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির ময়দানে। যদিও দেবশ্রী রায় জানিয়েছেন, “রত্না আমার দীর্ঘদিনের বন্ধু। ওর খারাপ সময়ে আমি ওর পাশে ছিলাম। তাই এখন নিজে থেকেই বলেছে, দেবশ্রীদি আমি তোমার সঙ্গে আছি।”

অন্যদিকে রত্না জানিয়েছেন, “দেবশ্রী রায় আমার পারিবারিক বন্ধু। ওর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। শোভনের সঙ্গেও এককালে ভালো সম্পর্ক ছিল।” যদিও এই মামলা নিয়ে তেমন কিছু বলতে চাননি বৈশাখী বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “কী নিয়ে মামলা করেছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ কিছু বলতে পারব না। আদালতে এর উত্তর পেয়ে যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *