ক্রমশ উঠছে পর্দা, পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি দেবাঞ্জনের

ক্রমশ উঠছে পর্দা, পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি দেবাঞ্জনের

কলকাতা: পুলিশি জেরায় চাঞ্চলকর স্বীকারোক্তি দেবাঞ্জন দেবের৷ ভ্যাকসিনের জন্য সিরাম ইনস্টিটিউটকে মেল করেছিল দেবাঞ্জন৷ সিরাম ইনস্টিটিউট থেকে সাড়া না মেলায় কেনে ভুয়ো টিকা৷ এখনও পর্যন্ত দুটি ক্যাম্প করে ভুয়ো টিকাকরণ করেছে দেবাঞ্জন৷ 

আরও পড়ুন- দেবাঞ্জনের প্রতারণার জাল থেকে বাদ যাননি বোনের বান্ধবীও!

কেন সে সাধারণ মানুষকে ভুয়ো টিকা দেওয়া হল, এই বিষয়টি বারবার দেবাঞ্জনের কাছে জানতে চায় পুলিশ৷ পুলিশি জেরার মুখে দেবাঞ্জন স্বীকার করে নেয়, তার ক্যাম্পে যে টিকা দেওয়া হয়েছিল, সেগুলো করোনার টিকা নয়৷ ফলে যাঁরা ভুয়ো টিকা নিয়েছেন তাঁদের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা বাড়ছে৷ কেন এই কাজ করল দেবাঞ্জন? জেরায় ভুয়ো আইএএস অফিসার আরও জানায়, টিকার জন্য সে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল৷ কিন্তু সেখান থেকে সাড়া না পাওয়ায় ভুয়ো ভ্যাকসিন কিনেই শুরু করে ভ্যাকসিন ক্যাম্প৷ 

আরও পড়ুন- একুশে শূন্য হাত! হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বহরমপুরের ‘রবিন হুড’ অধীর

ভুয়ো ভ্যাকসিন মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উঠে আসছে৷ জানা গিয়েছে কেএমসি’র ডেপুটি ম্যানেজারের নামে ভুয়ো ই-মেল খুলেছিল দেবাঞ্জন৷ অন্যদিকে তাঁকে জেরা করে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কেএমসি, পিডব্লুডি সহ একাধিক সরকারি সংস্থার প্রচুর জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ৷  দেবাঞ্জন দেবের গোটা কর্যপ্রণালী জানার জন্য তার সহকর্মী ও প্রাক্তন সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এমন ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হয়েছে৷ তাঁদের জেরা করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছে পুলিশ৷  এদিকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে যেত দেবাঞ্জনের অফিস কর্মীদের বেতন৷ এখনও পর্যন্ত দেবাঞ্জনের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 6 =