কলকাতা: গতকাল ছিল রবীন্দ্রজয়ন্তী৷ ওই দিনই বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই শুরু হয়েছে জোড় চর্চা৷ সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশও৷ খোদ মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পুরস্কার প্রাপক হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ জল গড়িয়েছে আরও দূরে৷ মুখ্যমন্ত্রীর লেখা কবিতাগুলি নিয়েও নানা তীর্যক মন্তব্য ধেয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে যাবতীয় সমালোচনার জবাব দিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ৷ ‘হরে করো কমবা, গরু ডাকে হামবা’ নিয়ে বিরোধীরা যতই ঠাট্টা-তামাশা করুক, কবিতার অন্তর্নিহিত অর্থ কী, সেটা ভালো করে বোঝালেন তৃণমূলের যুব নেতা৷ কবিতাটি আসলে কাদের ঠুকে লেখা, তাও স্পষ্ট করলেন দেবাংশু৷
আরও পড়ুন- মমতার লাইভে জ্যোতিপ্রিয়কে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য, ‘নিখোঁজ’ তৃণমূল নেতা
মুখ্যমন্ত্রী বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পরই ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন দেবাংশু৷ তাঁর কথায়, ”দিদির কবিতায় ওরা নিজেদের খুঁজে পায়! তাই হাসে…।” ‘ওরা’ বলতে বাম-বিজেপি’কেই বোঝাতে চেয়েছেন দেবাংশু। সেই সঙ্গে পংক্তি ধরে হরে করো কম্বার ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি৷ তাঁর কথায়, তাঁর লেখায় যারা হাসেন, তারা এগুলো শোনেন না, কিংবা জানেন না। তাঁরা “আজব ছড়া” শুনে হাসেন.. “হরে করো কম্বা” শুনে হাসেন। ঠিকই করেন.. এর পরেই কবিতাটি পুরো লেখেন দেবাংশু৷
“হরে করো কমবা.
গরু ডাকে হামবা।
গর্জন করে অম্বা,
মা ডাকেন বুম্বা।
হরে করো কমবা.
ডোব্বা ডোব্বা রোব্বা,
হুড় হুড় করে হুম্বা,
তোবা তোবা আব্বা”
কবিতার শেষে লেখেন, তাঁদের হাসির কারণটা যথার্থ.. এই নির্দিষ্ট কবিতাটির প্রথম তিনটি লাইন দেখুন, ভারত শাসন করা একটি রাজনৈতিক দলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে!
আবার এই কবিতার শেষ চারটি লাইন দেখুন.. ফেসবুক দেখলেই একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীদের দেখবেন যারা সারাক্ষণ “হুববা”র মত সবজান্তা ভাব দেখান! কেবল নিজেদেরই শিক্ষিত ভাবেন! তারাই আব্বাস নামক এক ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে “তওবা তওবা আব্বা” করে বেরানো একটি দল! নিজেদের সেক্যুলারিজমের পিন্ডি চটকানো একশ্রেণীর “হুব্বা” গোছের রাজনৈতিক দলের উদ্দেশ্যে যেন আগাম উনি লিখে ফেলেছিলেন তাঁদের রাজনৈতিক ভবিষ্যত, আসনসংখ্যা.. বলুন তো কোথায়? হ্যাঁ, এই কবিতার শেষ থেকে তৃতীয় লাইনে.. “ডোব্বা ডোব্বা রোব্বা..”
এরপরেও যদি মনে করেন এই মহিলার ওপর ওদের রাগ থাকবে না কেন, তাহলে আপনিই একটি “হরে করো কম্বা”..
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>