Aajbikel

'এরকম নির্লজ্জ খুব কম দেখেছি', চন্দ্রযানের সাফল্যে কাকে তোপ দেবাংশুর?

 | 
দেবাংশু

কলকাতা: অনেক বাধা পেরিয়ে চন্দ্রযান ৩ আজ দারুণ সাফল্য পেয়েছে। চাঁদের মাটিতে নেমে বিশ্বের ইতিহাসে নাম লিখিয়েছে ভারত। ইসরো তথা ভারতের সাফল্যে গর্বিত প্রত্যেক দেশবাসী। চন্দ্রযান সাফল্য পাওয়ার পর গোটা দেশের নানা প্রান্ত উৎসবে মেতেছে। তবে এই মুহূর্তে দেশে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব্রিকস সম্মেলনে থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি এই অবতরণ দেখেছেন। চন্দ্রযান যখন ল্যান্ডিংয়ের চূড়ান্ত পর্যায়ে তখন সেই ফুটেজের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও দেখানো হয় ইসরোর তরফে। আর পরোক্ষে এই নিয়েই বিরক্তি বোধ করেছেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। 

ফেসবুকে আজ তিনি নাম না করে পোস্ট করে লিখেছেন, ''ফুটেজখোর লোকটার মুখ দেখতে বাধ্য করা হল ওরকম একটা উত্তেজনাকর ফাইনাল কাউন্টডাউনের সময়! ১০০ মিটারের পর থেকে আর কাউন্টডাউন দেখাই গেল না.. গোটা স্ক্রিন জুড়ে তার বদন!  দেশ বিজ্ঞানীদের শুনতে চাইছিল। সফল হওয়া মাত্র ইসরো অফিস সহ গোটা দেশের সেলিব্রেশনের মুহূর্ত দেখতে চাইছিল, কিন্তু এখানেও তাঁর ফুটেজ প্রয়োজন! এখানেও তার লম্বা ভাষণ প্রয়োজন!'' 

কিছুদিন আগে জানা গিয়েছিল যে, ইসরো বিজ্ঞানীরা ১৭ মাস বেতন পাননি। সেই প্রসঙ্গও তোলেন দেবাংশু তাঁর পোস্টে। তৃণমূল নেতার কথায়, ''সত্যি সত্যি বিরক্তিকর। যিনি ইসরোর বিজ্ঞানীদের ঠিকঠাক বেতন দিতে পারেননি দিনের পর দিন.  কিন্তু ফুটেজ খাওয়ার বেলা সর্বাগ্রে হাজির! এরকম নির্লজ্জ খুব কম দেখেছি।'' 

Around The Web

Trending News

You May like