Aajbikel

কাকে ভয় পায় বামেরা? ফেসবুকে পোস্টে বিঁধলেন দেবাংশু

 | 
দেবাংশু
 কলকাতা:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বামেদের কাঠগড়ায় তুলেছে তৃণমূল। খোদ দলননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন কাস্তে হাতুড়ি শিবিরকে৷ এই তালিকায় রয়েছেন যুবনেতা দেবাংশ ভট্টাচার্যও। এর আগেও বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি৷ এদিন ফের একহাত নিলেন দেবাংশু। সিটিভি নিয়ে ফেসবুকে বামেদের কটাক্ষ করলেন এই তৃণমূল নেতার। ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন-

'জঙ্গী সেনার বন্দুকে ভয় পায়
ভূত হনুমানজির নামে ভয় পায়
ইঁদুর সাপকে ভয় পায়
সাপ বেজিকে ভয় পায়


বেজি কুকুরকে ভয় পায়
কুকুর বাঘকে ভয় পায়
চোর পুলিশকে ভয় পায়
খাসি কষাইকে ভয় পায়
প্রকৃতি প্লাস্টিককে ভয় পায়
শৈশব মোবাইলকে ভয় পায়
আইপিএল বৃষ্টিকে ভয় পায়
শীতকাল নিম্নচাপকে ভয় পায়
মহিষাসুর দুর্গাকে ভয় পায়
আগুন জলকে ভয় পায়
কৃষক খরাকে ভয় পায়
বামেরা সিসিটিভিকে ভয় পায়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সিসিটিভি না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ইউজিসি’র নিয়ন মানা হয়নি সেই প্রশ্ন তুলেছে শিশু সুরক্ষা কমিশনও৷ তারপরেই এই পোস্ট করেন দেবাংশু। এ প্রসঙ্গে দেবাংশু আগে লিখেছিলেন, 'যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই, টিভিতে বিতর্ক নেই, প্রতিবাদ নেই, মিছিল নেই, কারণ? খুনির নাম বাম ছাত্র সংগঠন।' 

Around The Web

Trending News

You May like