কলকাতা: তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় দেবাংশু, এতে কোন সন্দেহ নেই। প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে দেবাংশু দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নবান্নে যাবেন। আজ নির্বাচনের ফলাফল যে দিকে ইঙ্গিত দিচ্ছে তাতে একেবারে স্পষ্ট যে দেবাংশুর কথা মতোই বাংলার হাওয়া বইছে। সেই প্রেক্ষিতে আজ ফেসবুক লাইভে এসে কেঁদেই ফেললেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা। একইসঙ্গে বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং সর্বোপরি শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন তিনি বললেন, এতদিন ধরে বাড়ির লোক প্রচন্ড ভয় থাকত তাঁর রাজনীতি করার জন্য। কিন্তু তিনি তাদের সকলকে ভোটের ফলাফলের দিন অব্দি অপেক্ষা করতে বলেছিলেন। কারণ তিনি জানতেন ফলাফল কি হতে পারে। সেই প্রেক্ষিতে আজ কার্যত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করলেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপির বিরুদ্ধে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিয়ে কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান দেখালেন। দেবাংশু দাবি করলেন, বাংলায় বিজেপি যে হিন্দু এবং মুসলমান ভাগাভাগি করতে চেয়েছিল তা হয়নি, বাংলার মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দিয়ে তাদের আসল জায়গা চিনিয়ে দিয়েছে। একই সঙ্গে নিজের পুরনো চেনা মেজাজে এদিন ফেসবুক লাইভে আবারো দেবাংশু সেই চেনা স্লোগান তুললেন, “নবান্নে এবার হাওয়াই চটি।”