AAP-এ যোগ দিচ্ছেন দেবাংশু! ভাইরাল পোস্ট ঘিরে শোরগোল, কী বললেন যুবনেতা?

AAP-এ যোগ দিচ্ছেন দেবাংশু! ভাইরাল পোস্ট ঘিরে শোরগোল, কী বললেন যুবনেতা?

f0d210b2faaf63eddc552baf142fd768

কলকাতা: আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য! বিজেপি ছেড়ে অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ফেসবুক জুড়ে শুরু হয়েছে জোড় চর্চা। দেবাংশুকে নিয়ে রীতিমতো হইচই পড়েছে নেটপাড়ায়। কিন্তু কারণটা কী? 

আরও পড়ুন- রাজ্যবাসীদের সুখবর, পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা রাজ্যের

তাহলে খুলে বলা যাক৷ দেবাংশুকে নিয়ে এই চর্চার নেপথ্যে রয়েছে ২০১৯ সালের ২৭ মে তাঁরই করা একটি ফেসবুক পোস্ট৷ যেখানে দেবাংশু লিখেছিলেন, ”যারা পাল্টি মারছে, ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফেরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বাং কংগ্রেসের সমর্থন করব। কিংবা অন্য কোনো সমমনভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো।” অর্জুন সিং পদ্ম থেকে জোড়াফুলে ফিরতেই নতুন করে ভাইরাল দেবাংশুর সেই পোস্ট। বিরোধী দলের প্রশ্ন, তবে কি কথামতো এবার তৃণমূল ছেড়ে আপে যাচ্ছেন এই যুবনেতা? 

২০১৯ সালের ওই পোস্টে দেবাংশু আরও বলেছিলেন, ”আমি বেইমান হব। গর্বিত বেইমান। এই দলের সমর্থক আর থাকব না। গড প্রমিস।”  তাঁর এই পোস্ট এখন বাম কর্মী সমর্থকদের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে৷ তাঁকে নিয়ে চলা এই মিমগুলি নজর এড়ায়নি দেবাংশুরও৷ এ প্রসঙ্গে এক প্রথমসারির সংবাদমাধ্যমকে দেবাংশু বলেন, ”গত একবছর ধরে অনেক স্ক্রিনশট ভাইরাল হয়েছে, শেয়ার হয়েছে৷ আমি শুধু এটুকুই বলব, আমার স্ক্রিনশট শেয়ার করার জন্য সিপিএম আর বিজেপি-কে ওয়ান টিবি করে হার্ডড্রাইভ গিফট করতে চাই।” 

আর অর্জুনের ঘরওয়াপাসি প্রসঙ্গে দেবাংশু উবাচ, ‘দল যা বলবে সেটাই শেষ কথা। দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব।”  সেই সঙ্গে বামেদের খোঁচা দিয়ে বলেন, ”এতদিন তৃণমূলকে হারানোর জন্য যে সকল বামপন্থী নেতারা অর্জুন সিংকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, তাঁরা এবার কী করবেন?”