জংলি আলু ভেবে বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, ভেসে উঠছে আমলাশোলের স্মৃতি

জংলি আলু ভেবে বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, ভেসে উঠছে আমলাশোলের স্মৃতি

বাঁকুড়া: জংলি আলু ভেবে বিষাক্ত ফল খেয়ে মৃত্যু হল এক শবর বৃদ্ধের। মৃতের নাম জলধর শবর (৬৫)। গুরুতর অসুস্থ ওই পরিবারের তিন বছরের এক শিশু সহ আরও তিন জন। অসুস্থরা প্রত্যেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

শবর পরিবার সূত্রে খবর, পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার বানশা-জোড়গোড়া গ্রামের শবর পরিবারের সদস্যরা বুধবার অন্যের জমিতে ধান কাটার কাজ করতে গিয়ে জংলি আলু সংগ্রহ করে বাড়িতে ফেরেন। ওই আলু বৃহস্পতিবার সকালে সেদ্ধ করে খাওয়ার পর এক শিশু সহ পাঁচ জন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাঁদের পুঞ্চা হাসপাতালে নিয়ে এলে গৃহকর্তা জলধর শবর (৬৫)-র সেখানেই মৃত্যু হয়।

পরে মৃত জলধর শবরের বৃদ্ধা মা রুপধ্বণী শবর, দুই ছেলে নন্দ শবর, লেবু শবর ও তিন বছরের এক নাতির অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন আছেন। যার জেরে উঠে আসছে একাধিক প্রশ্ন৷ জঙ্গল মহলে কি তাহলে এখনও অভাব অনটনের বারামাস্য রয়েছে? তারই জেরে অনেকের স্মৃতিতে ভেসে উঠছে ২০০৪ সালে বেলপাহাড়ির আমলাশোলে পাঁচ শবরের অনাহারের মৃত্যুর সেই ঘটনা৷ যে ঘটনার জেরে রাতারাতি বাংলা জেনেছিল, জঙ্গলমহলের অভাব, অনটনের কাহিনী৷ বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের উন্নয়ন৷ পরবর্তী কালে তৃণমূল জমানায় জঙ্গলমহলের ভোল বদলেছে৷ তবু কি অনুন্নয়ন এখনও বারমাস্যা৷ শবরের মৃত্যুর জেরে উঠছে সেই প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *