একদিনে ১৫৭! মৃত্যু ভয় বাড়াচ্ছে বাংলায়, তবে কমছে সংক্রমণ

একদিনে ১৫৭! মৃত্যু ভয় বাড়াচ্ছে বাংলায়, তবে কমছে সংক্রমণ

84affc1a99199ccb6bd181bc0fd2c98b

কলকাতা: দিন প্রতি সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু প্রচন্ড ভয় পাওয়াচ্ছে রাজ্যবাসীকে। আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যা একই রকম হলেও মৃত্যুর পরিসংখ্যান অবশ্য ভাবে চিন্তা বাড়াচ্ছে সকলের। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন। একদিনে রাজ্যে করোনার বলি ১৫৭ জন। আপাতত এটাই সর্বাধিক পশ্চিমবঙ্গে। তবে সুস্থতার হার আশা জাগাচ্ছে। কারণ, একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন, ১৯ হাজার ১৫১ জন। বাংলায় সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। বিগত দিনের তুলনায় কিঞ্চিত বেশিই। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, এখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪১৭৭ জন। তার পরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ৩৬১৮ জন আক্রান্ত হয়েছেন করোনাতে। এর পরেই রয়েছে হুগলী। সেখানে আক্রান্ত ১১৭২ জন। তারপর দক্ষিণ ২৪ পরগনা, সেখানে আক্রান্ত হয়েছে ১১৬০ জন। এ নিয়ে বঙ্গে মোট করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৭১ হাজার ৮৬১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৩৩ জনের।

   

প্রসঙ্গত, আজই পশ্চিমবঙ্গে চলে এসেছে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি কোভিশিল্ড ভ্যাকসিন। সরাসরি ফোনের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কিনেছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে এই টিকা আসার ফলে রাজ্যে টিকাকরণের গতি আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি সংকটজনক। বিগত কয়েক দিনে সংক্রমনের সংখ্যা কিঞ্চিৎ কমলেও মৃত্যুর হার উদ্বেগজনক। যদিও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশার আলো দেখছে রাজ্যবাসী। সব মিলিয়ে নতুন করে ভ্যাকসিন আসার খবর স্বাভাবিকভাবে আরো স্বস্তি বাড়িয়েছে। তবে এখন সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *