bankura
বাঁকুড়া: আবারও এক ব্যক্তির রহস্যমৃত্যু বাংলায় এবং সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। বিজেপি স্পষ্ট দাবি করেছে যে, এটি রাজনৈতিক খুন কারণ ওই ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূলের লোক ওই ব্যক্তিকে খুন করেছে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও করা হয়েছে।
বুধবার সকালে বাঁকুড়ার নিধিরামপুর গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তার হাত বাঁধা ছিল। ঝুলন্ত দেহের হাত কেন পিছনে গামছা দিয়ে বাঁধা, তা নিয়েই ধন্দ দেখা দিয়েছে। আর এই প্রেক্ষিতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, ওই ব্যক্তি বিজেপি নেতা তথা পঞ্চায়েতের প্রার্থীর ছিলেন। তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল।
তবে এই ঘটনায় রাজ্যের শাসক দল তো বটেই জেলার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তা সহ্য করতে পারছে না তৃণমূল। সেই কারণে এইভাবে বিজেপির লোকদের খুন করা হচ্ছে। আর এই ইস্যুতে বাঁকুড়ার পুলিশও উদাসীন। তারা কোনও পদক্ষেপ করতে চাইছে না।