Aajbikel

মন্দারমণির পর তাজপুর, আবার মহিলার দেহ উদ্ধার সৈকতে

 | 
মৃত্যু

তাজপুর: দিন কয়েক আগেই মন্দারমণিতে এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনা স্বাভাবিকভাবেই পর্যটক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনার অল্প দিনের ব্যবধানে এবার তাজপুর থেকে মিলল এক তরুণীর দেহ। শুক্রবার সকালে ভেড়ির জলে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। 

মন্দারমণির চাঁদপুরের কাছে পাথরের ওপর থেকে উদ্ধার হয়েছিল তরুণীর দেহ। তাজপুরে মাছের ভেড়ি থেকে উদ্ধার হয়েছে এক গৃহবধূর মৃতদেহ। পূর্ব মেদিনীপুরের রামনগর-২ নম্বর ব্লকের বালিসাই থেকে তাজপুর যাওয়ার রাস্তায় এক গ্রামের ভেড়ি থেকে দেহটি উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মাছের ভেড়িতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। তারপর আর ঘরে ফেরেননি। তাহলে কে বা কারা তাকে খুন করল, কেনই বা করল, তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

মন্দারমণিতে যে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল তিনি নদিয়ার তাহেরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ইতিমধ্যে। পরিবার সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে ব্যারাকপুরে দিদির বাড়িতে যান ওই তরুণী। রবিবার সকালে সোদপুরে বিউটি পার্লারে কাজ করতে যাওয়ার নাম করে দিদির বাড়ি থেকে বের হন। বুধবার মন্দারমণিতে ওই তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। 

Around The Web

Trending News

You May like