মিলেছিল ৪ লক্ষ টাকা ও বোনের চাকরি! জ্ঞানেশ্বরী কাণ্ডে ‘মৃত’ সেই যাত্রীকেই আটক করল CBI

মিলেছিল ৪ লক্ষ টাকা ও বোনের চাকরি! জ্ঞানেশ্বরী কাণ্ডে ‘মৃত’ সেই যাত্রীকেই আটক করল CBI

b96b1e6e09ccda4b448b7cd899798242

কলকাতা:  ১১ বছর আগে জ্ঞানেশ্বরী কাণ্ডে ‘মৃত্যু’ হয়েছিল তাঁর৷ সেই মতো সরকারি ক্ষতিপূরণ হিসাবে মিলেছিল নগদ ৪ লক্ষ টাকা৷ পরিবারের এক সদস্যকে দেওয়া হয়েছিল রেলের চাকরি৷ এতগুলো বছর পর সেই মৃত ব্যক্তিই জীবিত হয়ে উঠলেন৷ তাঁকে হাতেনাতে ধরল সিবিআই৷ 

আরও পড়ুন- ‘রাজ্যপালের যা লেভেল তাতে বাইডেনের কাছে নালিশ জানাতে পারতেন, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

২০১০ সালে দুর্ঘটনাগ্রস্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রী ছিলেন অমৃতাভ চৌধুরী৷ ওই দুর্ঘটনায় যে ১৪৮ জন যাত্রীর মৃত্যু হয়েছিল, তার মধ্যে ছিলেন অমৃতাভও৷ তাঁর ভুয়ো ডিএনএ রিপোর্ট জমা দিয়ে চাকরি নেন তাঁর বোন মহুয়া পাঠক৷ মেলেছিল টাকাও৷ তবে সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলওয়ের ভিজিল্যান্স দফতরে কিছু অসঙ্গতি ধরা পড়ে৷ আর তাতেই কেঁচো খুড়তে বেড়িয়ে পড়ে কেউটে৷ সিবিআই-কে বিষয়টি জানানোর পরেই অমৃতাভ ও তাঁর বাবা মিহির চৌধুরীকে জোড়াবাগান থেকে আটক করা হয়৷ 

জ্ঞানেশ্বরী কাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছিল৷ তবে সকলকে শনাক্ত করা সম্ভব হয়নি৷ এদিকে নগদ অর্থ অন্যদিকে বিবাহিত মেয়ে চাকরি পাওয়ায় অমৃতাভর জীবিত থাকার কথা চেপে গিয়েছিল তাঁর পরিবার৷ ১১ বছর আগের ঘটনার রেশ অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ রেল দফতরে অনেকেই জানতেন কী ভাব চাকরি পেয়েছেন মহুয়া৷ দাদা-কে নিয়ে কিছু কথা ওঠার পরেই অসঙ্গতি ধরা পড়ে৷ এই বিষয়টি ভিজিল্যান্স দফতরকে জানানো হয়৷ এর পরেই শুরু হয় তদন্ত৷ এর পরেই ‘মৃত’ অমৃতাভ হয়ে ওঠেন জীবিত৷ ১১ বছর ধরে সত্য গোপন রেখে সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *