কলকাতা: কৃষ্ণগঞ্জের খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের দুই ভাই ও স্ত্রীকে স্কুলে চাকরর প্রস্তাব দেওয়ার পর এবার লোকসভায় টিকিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগে নদিয়ায় আমাদের বিধায়ক সত্যজিৎকে খুন করা হয়েছে। ওর বউয়ের বয়স এখন ২৫ বছর। জাস্ট ২৫ বছর। প্রার্থী করা হয়েছে তাঁকে। একটা কোলের বাচ্চাকে নিয়ে কোথায় যাবে ও?” একই সঙ্গে নেত্রী স্মরণ করিয়ে দিলেন, “ওরা মতুয়া সম্প্রদায়ের লোক।”
এর আগে সত্যজিৎ বিশ্বাসের স্মরণসভায় গিয়ে মৃত বিধায়ক-পত্নী রূপালী বিশ্বাসকে টিকিট দেওয়ার প্রস্তাব দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ চাকরি ও টিকিট দেওয়ার প্রস্তাবের পাশাপাশি মৃত বিধায়কের পাশে থাকাও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী৷ একই সঙ্গে বিধায়কের শিশুপুত্রের পড়াশোনার যাবতীয় দায়িত্ব দলের তরফে নেওয়ার হবে বলেও জানান তিনি৷
বিধায়কের মৃত্যুর পর এখন ফাঁকা রয়েছে কৃষ্ণগঞ্জ৷ মনে করা হয়েছিল, ওই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়তে পারেন বিধায়ক পত্মী৷ কিন্তু, বিধায়কপদের পরিবর্তে এদিন লোকসভার টিকিট রূপালীর হাতেই তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷