প্রতিমার কাঠামোতে আটকে পচাগলা দেহ! বাবুঘাটে চাঞ্চল্য

প্রতিমার কাঠামোতে আটকে পচাগলা দেহ! বাবুঘাটে চাঞ্চল্য

কলকাতা: বিসর্জনের বাবুঘাটে এবার একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। বুধবার ভাসানের সময়ে হঠাৎ এক ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা মারে। গুরুতর আহত হন অনেকেই। আজ আবার ভয়ানক ঘটনার সাক্ষী থাকল বাবুঘাট। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোতে আটকে থাকতে দেখা গেল পচা গলা দেহ! এই দৃশ্য দেখে ভাসান দিতে আসা অনেক মানুষই চমকে ওঠে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফ কোন দিকে এগোচ্ছে? জেনে নিন

সূত্র মারফৎ জানা গিয়েছে, যে দেহটি উদ্ধার হয়েছে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই দেহটি নজরে পড়ে। পশ্চিম বন্দর থানা দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে কিছু বোঝা না গেলেও অনেকের অনুমান, ওই ব্যক্তি হয়তো আত্মহত্যা করেছেন। তবে তিনি কোথাকার বাসিন্দা, কেনই বা এমন করলেন বা আদৌ আত্মহত্যা করেছেন কিনা, আপাতত কিছুই জানতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, বুধবার বাবুঘাটে একাধিক ছোট-বড় গাড়ি করে প্রচুর মানুষ বাবুঘাটে এসেছেন প্রতিমা বিসর্জনের জন্য। সেই সময়ই কলকাতা পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের ঢাল বেয়ে নীচে নেমে আসে। গাড়ির ধাক্কায় আহত হন এক ব্যক্তি। সামান্য চোট পান বাকি কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে বাবুঘাটে। পুজো উদ্যোক্তাদের মধ্যে বিবাদ বাঁধে, এদিকে পে-লোডারের চালককে নামিয়ে মারধর পর্যন্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =