বাবার গলার নলি কেটে খুন করার অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে

বাবার গলার নলি কেটে খুন করার অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে

বারাসত: বাবার গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বিবাহিতা মেয়ে। বারাসতের ২০ নং ওয়ার্ডের বামুনমুড়ো এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দুলাল সরকার (৮৫)। মেয়ে শিখা ঘোষের অভিযোগ, বয়স জনিত কারনে শয্যাশায়ী ছিলেন মৃত দুলাল সরকার। বিছানা থেকে উঠতে পারতেন না। খাওয়া-দাওয়া থেকে সমস্ত কাজকর্ম করে দিতে হতো। বুধবার তাঁরা খবর পায়, বাবা ধারালো ব্লেড দিয়ে গলার নলি কেটে আত্মহত্যা করেছে।। বাবা এক গ্লাস জল গড়িয়ে খাওযার ক্ষমতা ছিল না, তবে কি করে সে আত্মহত্যা করে।

পুলিশকে তাঁর আরো অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাবার ওপর অত্যাচার করত ভাই ও বৌমা, এমনকি বাবার বয়সের সুযোগ নিয়ে ছেলে নবকুমার সরকার বাবার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। তাই তার অনুমান, সম্প্রতি বাবা টাকা চাওয়ায় বাবাকে খুন করেছে ভাই৷ মৃতের মেয়ের পরিবারের আরও অভিযোগ, বাবার মৃত্যুর খবর তাঁদেরকে জানানো হয়নি এবং তার আগেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। এটা আত্মহত্যা না খুন করেছে ভাই ও তার বৌ। এই মর্মে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের মেয়ে শিখা ঘোষ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =