খোল নলচে বদলে ছুটবে দার্জিলিং মেল

কলকাতা: উৎকৃষ্ট মানের আধুনিক রেকের সুবিধা যুক্ত শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল যাত্রা শুরু করল বৃহস্পতিবার। এই ট্রেনটির সবকটি কোচেরই আধুনিকীকরণ করা হয়েছে। এইসব কোচ পূর্ব রেলের লিলুয়া ও কাঁচরাপাড়ার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। প্রতিটি কোচে বায়ো শৌচালয়, এলইডি আলো, আধুনিক বেসিন ও ডাস্টবিন তৈরি করা হয়েছে। ট্রেনে হাউজ কিপিং স্টাফও থাকবে। প্রয়োজনে তাঁদের এসএমএসের মাধ্যমে

খোল নলচে বদলে ছুটবে দার্জিলিং মেল

কলকাতা: উৎকৃষ্ট মানের আধুনিক রেকের সুবিধা যুক্ত শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল যাত্রা শুরু করল বৃহস্পতিবার। এই ট্রেনটির সবকটি কোচেরই আধুনিকীকরণ করা হয়েছে।

এইসব কোচ পূর্ব রেলের লিলুয়া ও কাঁচরাপাড়ার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। প্রতিটি কোচে বায়ো শৌচালয়, এলইডি আলো, আধুনিক বেসিন ও ডাস্টবিন তৈরি করা হয়েছে। ট্রেনে হাউজ কিপিং স্টাফও থাকবে। প্রয়োজনে তাঁদের এসএমএসের মাধ্যমে ডাকা যাবে। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =