আগামী ১৫ দিন ঘুরপথে চলবে দার্জিলিং মেল ও কাঞ্চনকন্যা

কলকাতা: ইন্টার লকিংয়ের জন্য ঘুরপথে চালানো হচ্ছে আপ দার্জিলিং মেল সহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আগামী ১৫ দিন ঘুরপথেই ট্রেন দু’টি চলবে। কাজ শেষ হলে ফের পুরনো পথেই চলবে। বৃহস্পতিবার এনজেপি এরিয়া অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রেলের জেনালের ম্যানেজার সঞ্জীব রায়। প্রসঙ্গত, বিগত এক মাস যাবত আপ দার্জিলিং মেল ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলুয়াবাড়ি থেকে বাগডোগরা শিলিগুড়ি

77c80c30a6bfb474a62507495f2e8482

আগামী ১৫ দিন ঘুরপথে চলবে দার্জিলিং মেল ও কাঞ্চনকন্যা

কলকাতা: ইন্টার লকিংয়ের জন্য ঘুরপথে চালানো হচ্ছে আপ দার্জিলিং মেল সহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আগামী ১৫ দিন ঘুরপথেই ট্রেন দু’টি চলবে। কাজ শেষ হলে ফের পুরনো পথেই চলবে।

বৃহস্পতিবার এনজেপি এরিয়া অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রেলের জেনালের ম্যানেজার সঞ্জীব রায়। প্রসঙ্গত, বিগত এক মাস যাবত আপ দার্জিলিং মেল ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলুয়াবাড়ি থেকে বাগডোগরা শিলিগুড়ি জংশন হয়ে এনজেপি পর্যন্ত চলাচল করছে।

ফলে ৬ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে ওই দুটি ট্রেনকে। স্বাভাবিক কারণেই নির্দিষ্ট সময়ের পরেই গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন দুটি। এনিয়ে বাড়ছে যাত্রী ক্ষোভ। অন্যদিকে, আপ চণ্ডীগড়-ডিব্রুগর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজার বলেন, আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা পড়বে। এরপরেই সমস্ত বিষয় খতিয়ে দেখা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *