অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়েছে দাড়িভিট স্কুলে

আপাতত অচলাবস্থা কাটল উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে। ফের ১ মাসের সময়সীমা দিয়ে স্কুলের সামনে থেকে অবস্থান তুলে নিল মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের পরিবার। গত ৭ ডিসেম্বর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দ্বিতীয়বার দাড়িভিট স্কুল বন্ধ করে দিয়েছিল ওই দুই মৃত ছাত্রের পরিবার। সোমবার স্কুলে শিক্ষকরা ঢুকতে পারেনি স্কুলে। দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে ঘটনাস্থলে

অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়েছে দাড়িভিট স্কুলে

আপাতত অচলাবস্থা কাটল উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে। ফের ১ মাসের সময়সীমা দিয়ে স্কুলের সামনে থেকে অবস্থান তুলে নিল মৃত দুই ছাত্র তাপস ও রাজেশের পরিবার। গত ৭ ডিসেম্বর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দ্বিতীয়বার দাড়িভিট স্কুল বন্ধ করে দিয়েছিল ওই দুই মৃত ছাত্রের পরিবার। সোমবার স্কুলে শিক্ষকরা ঢুকতে পারেনি স্কুলে। দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে ঘটনাস্থলে পৌঁছন জেলা বিদ্যালয় পরিদর্শক। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেও সমস্যা না মেটায় ফিরে যান তিনি। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকেন প্রশাসক তথা ইসলামপুরের মহকুমা শাসক। সর্বদলীয় বৈঠকে সর্বসন্মতিক্রমে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীদেরও ডাকা হয়েছিল বৈঠকে। ইসলামপুরের মহকুমা শাসক ও দফতরে প্রতিনিধিদের সঙ্গে রাজেশ ও তাপসের পরিবারের সদস্যদের দীর্ঘ আলোচনা হয়। এরপরেই স্কুল খুলে দেন তাঁরা। তবে, আগামী একমাসের মধ্যে দাবি না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =