বারাসত: গোপালনগর এলাকায় দুটি পৃথক জায়গায় চটুল ডান্স চলাকালীন হানা দিয়ে দুই কমিটির সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার বৈরামপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মানিকখোলা এলাকায় বৃহস্পতিবার রাতে চটুল নাচ চলছিল৷ একই সময় চটুল নাচের আসর বসেছিল পার্শ্ববর্তী দিঘাড়ী গ্রাম পঞ্চায়েতের ৮৭ নম্বর কাঠাল তলা এলাকাতেও৷ পুলিশের কাছে অভিযোগ আসে যে, কোভিড বিধি উড়িয়ে স্বল্প পোষাক পরিহিত তরুণ তরুণীদের দিয়ে গ্রামে মেলার আড়ালে বসানো হয়েছে চটুল নৃত্যের আসর৷
খবর পেয়ে রাতেই দুটি এলাকায় হানা দেয় পুলিশ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ যখন আসে তখনও চলছিল মেলা৷ চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরতে আতঙ্কিত গ্রামবাসীদের অনেকেই পালিয়ে যান৷ মঞ্চ থাকা নাবালিকাদের উদ্ধার করে পুলিশ৷ গ্রেফতার করা হয় কর্মকর্তাদের৷ ঘটনার জেরে গ্রামজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
গ্রামবাসীদের মধ্যেই উঠে এসেছে পরস্পর বিরোধী বক্তব্য৷ গ্রামের প্রবীণ বাসিন্দা মুজিবর রহমান মণ্ডল বলেন, ‘‘গ্রামের মেলা উপলক্ষ্যে একটু নাচগানের আসর বসেছিল৷ তেমন কোনও খারাপ কিছু ছিল না৷’’ যদিও গ্রামের তরুণ বাসিন্দা আকবর মণ্ডল বলেন, ‘‘ওখানে যে পোষাকে যে নাচ হচ্ছিল তা সত্যি সমাজের জন্য ভাল নয়৷’’ প্রশ্ন উঠছে মেলা করার অনুমতি কে দিয়েছিলেন? যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় পঞ্চায়েতের৷