তর্পণ বন্ধ দক্ষিণেশ্বরের ৩টি ঘাটে, মহালয়ার সকালে বন্ধ মন্দির

তর্পণ বন্ধ দক্ষিণেশ্বরের ৩টি ঘাটে, মহালয়ার সকালে বন্ধ মন্দির

কলকাতা: চলছে করোনা মহামারী৷ দেশ ও রাজ্যে বাড়েই চলেছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি যে এখনও উদ্বেগের, আনলক-৪ পর্বে প্রশাসনিক কড়াকড়ি তার প্রমাণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷  করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে আগামী ১৭ সেপ্টেম্বর মহালয়ার ও বিশ্বকর্ম পুজোর দিনে আংশিক বন্ধ দক্ষিণেশ্বর মন্দির৷

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর ভোর  থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির৷ বিকেল সাড়ে তিনটের পর ফের ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাত সাড়ে আটটা ভক্তরা চাইলে পুজো দিতে পারেন৷ দক্ষিণেশ্বর মন্দির কমিটির অছি কমিটির তরফে জানানো হয়েছে, ওই দিন ভিড়ের কথা বিবেচনা করে মন্দির আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

শহর কলকাতা টেক্কা দিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতির গুরত্ব বুঝে মন্দিরের পাশাপাশি মহালয়ায় দিনে দক্ষিণেশ্বরের ৩টি ঘাটে কোনও তর্পণ করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়ে মন্দির কমিটি৷

কেননা, প্রতি বছর লাখ-লাখ মানুষের ভিড় জমান মন্দিরের৷ তিনটি ঘাটে চলে তর্পণ৷ সকালে তর্পণের মন্দিরে মা ভবতারিণীর পুজো দেন ভক্তরা৷ কিন্তু এ বছর সব কিছু পর্যালোচনা করে চলতি বছরের জন্য মন্দিরের তিনটি ঘাট বকুলতলা, চাঁদনি ও পঞ্চবটীতে তর্পণে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ ওই দিন ঘাট থেকে গঙ্গায় নামা বন্ধ থাকছে৷ দূরত্ববিধির কথা মাথায় রেখে মায়ের মন্দিরের তিনটি ঘাটে তর্পণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =