হাওড়া: একটানা বৃষ্টি ও তার ফলে জমা জলে নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের। আর এর মধ্যেই অনবরত টানা বৃষ্টির ফলে এবার দক্ষিনেশ্বর থেকে বালি ব্রিজ যাওয়ার রাস্তায় দেখা দিল ধস।
স্থানীয় সূত্রে খবর, দক্ষিনেশ্বর থেকে বালি ব্রিজ ওঠার কাছে ১০০ মিটারের রাস্তায় নেমেছে ভয়াবহ ধস। গতকাল রাতে বিষয়টি প্রথম নজরে আসে গাড়ি চালকদের। সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের। আজ সকাল থেকে p.w.d. দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হয়।
দ্রুত এই রাস্তা সারাই না করলে যেকোন মুহূর্তে গোটা রাস্তায় ধস নেমে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত মেরামতির কাজ শুরু করে দিয়েছেন কর্তব্যরত শ্রমিকরা। এই রাস্তাটি উত্তর ২৪ পরগনার সাথে হাওড়া হুগলির যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। প্রশাসনের উদ্যোগে দক্ষিণেশ্বর দিক থেকে বালির দিকে যাওয়ার যানবাহন যথেষ্টই ধীরগতিতে চলছে। ফলে সকালের ব্যস্ততম সময়ে গাড়ি আসতে চলায় সমস্যায় পরেছেন নিত্য যাত্রীরা।
নিত্য যাত্রী প্রিয়া দে, সঞ্জয় রায়রা বলেন, ক’দিন আগেই রেল লাইনে ধস নেমেছিল এই এলাকায়। এবার সড়কে। এর থেকে দুটি বিষয় স্পষ্ট। কাজে ব্যবহার করা সামগ্রী হয়তঃ ঠিক ছিল না কিংবা রক্ষনাবেক্ষণ এর ক্ষেত্রে ঘাটতি। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে। বাকি বিষয় পরে খতিয়ে দেখা হবে।