কলকাতা: বছর শেষ হতে চলল, করোনা পরিস্থিতি এখনও কাটেনি। অনুষ্ঠানে করার ক্ষেত্রে জারি হয়েছে একাধিক নিয়ম। সেই নিয়ম এবার লাগু হতে চলেছে কল্পতরু উৎসবের ক্ষেত্রেও। দুর্গাপুজো ও কালীপুজোয় করোনা সংক্রমণ এড়াতে তখন জারি হয়েছিল নির্দেশিকা। কল্পতরু উৎসবের ক্ষেত্রেও তা বহাল থাকছে। পরের বছরের গোড়ায় কাশীপুর উদ্যানবাটী অথবা দক্ষিণেশ্বর মন্দিরে পালিত হবে না উৎসব।
সকালে কাশীপুর উদ্যানবাটী খোলা থাকে ৯টা থেকে ১১টা পর্যন্ত। বিকেলে সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে উদ্যানবাটী। দর্শনার্থী এড়াতে কল্পতরু উৎসবে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে কোনও ভক্তকে ঢুকতে দেওয়া হবে না। স্বামী পরেশাত্মানন্দ জানিয়েছেন, উৎসব হবে শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর কুটিরে। প্রতিদিন সকাল থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে বেলা ১২টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে ভক্তিমূলক গান-সহ অনেক কিছু। কিন্তু দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না। অনুষ্ঠন দেখা যাবে কাশীপুর উদ্যানবাটীর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া উদ্যানবাটীর ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে অনুষ্ঠান।
শুধু কাশীপুর উদ্যানবাটী নয়, ১ জানুয়ারি বন্ধ থাকবে দক্ষিণেশ্বরের মন্দিরও। এই দিন কল্পতরু উৎসব উপলক্ষে বহু পুণ্যার্থী মন্দিরে ভিড় জমান। কিন্তু এ বছর সেই ছবি দেখা যাবে না। এদিন ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভিড় সামাল দিতে হিমশিম খান ভলেন্টিয়াররা। এই সময় মন্দিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মন্দির ছাড়া পঞ্চবটির মেলাতেও ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি চলতে থাকায় কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ রাখা হবে।