ভিড় সামলাতে বাড়ল মেট্রো, কমে গেল সময়ের অন্তরও

ভিড় সামলাতে বাড়ল মেট্রো, কমে গেল সময়ের অন্তরও

কলকাতা: যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে আরও ১৬টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে আপ ও ডাউন মিলিয়ে ১৯২ টির পরিবর্তে ২০৮টি ট্রেন চলবে। সকাল এবং সন্ধ্যাবেলার ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। আপাতত ৮ মিনিট অন্তর মেট্রো চলাচল করছে।

 

করোনা পরিস্থিতিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত বেড়েছে বিধি নিষেধের মেয়াদ৷ বুধবার বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়৷ বাস, ট্যাক্সি, ক্যাব, অটো, টোটোয় ছাড় বহাল থাকলেও এ যাত্রাতেও চালু হয়নি লোকাল ট্রেন৷ তবে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলের ঘোষণা হয়েছিল৷ লোকাল ট্রেন খোলার দাবিতে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ হচ্ছে৷ লোকাল ট্রেন বন্ধ থাকায় বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের রুজি-রুটি৷ কাজ হারিয়ে অনেকেই বেকার৷ সরকারের কাছে তাঁদের একটাই আর্জি ছিল, লোকল না খুললে তাঁদের না খেতে পেয়ে মরতে হবে৷ কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবারও লোকাল ট্রেন চলাচলে অনুমতি দেয়নি নবান্ন৷ যদিও ট্রেন চালাতে রাজি ছিল রেল৷ সরকার অনুমতি দিলেই তাঁরা ট্রেন চালাতে প্রস্তুত বলেও জানানো হয়েছিল৷ তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো৷ বাকি গণপরিবহণগুলিতেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর কথা বলা হয়েছে৷

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক: শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ ঘোষণা ব্রাত্যের

সরকারি বিবৃতিতে বলা হয়েছে রাজ্য স্কুল-কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ বন্ধ থাকবে সিনেমা হল, স্পা ও সুইমিং পুল৷ তবে আন্তর্জাতিক ক্রিড়াসূচি মাথায় রেখে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সুইমিং পুলি প্র্যাকটিস করতে পারবেন রাজ্য ও জাতীয় স্তরের সুইমাররা৷ মর্নিং ওয়াক করার জন্য পার্ক গুলি খোলা রাখা হবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এবং শুধুমাত্র টিকা নেওয়া মানুষকেই ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে আগের নিয়ম অনুযায়ী বাজার হাট এবং দোকান খোলা থাকবে। একই নিয়ম রেস্তোরাঁ, শপিং মল, বার এবং হোটেলের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *