বঙ্গে দৈনিক মৃত্যু বাড়ল সামান্য, উদ্বেগ রয়েছে কলকাতা নিয়ে

বঙ্গে দৈনিক মৃত্যু বাড়ল সামান্য, উদ্বেগ রয়েছে কলকাতা নিয়ে

কলকাতা: মোটামুটি রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আজ দৈনিক মৃত্যুর সংখ্যা খানিক বাড়ল। এদিকে, দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা যাচ্ছে না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। আজও কলকাতায় আক্রান্ত ২০০-র ওপর চলে এসেছে তাই উদ্বেগ রয়েছেই! উত্তর ২৪ পরগনা নিয়েও চিন্তা যাচ্ছে না। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।  

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৫৩ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২২৭ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১৫৩ জন। এরপরে রয়েছে হুগলি, সেখানে আক্রান্ত ৭৬, এবং তার পরে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত ৬২ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ০০ হাজার ৭৩২ জন। অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ৫২০ জন।

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৬০ জনের, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে আবার ৩৮৪ জনই কেরলে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৯৬১ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ০৪৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৫৭৯ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩ জন। দেশের সংক্রমণের হার ৫.৫৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় সেই হার ০.৯০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =