নতুন আতঙ্কের মাঝেও বঙ্গের কোভিড গ্রাফে স্বস্তি, সংক্রমণ অনেকটাই কম

নতুন আতঙ্কের মাঝেও বঙ্গের কোভিড গ্রাফে স্বস্তি, সংক্রমণ অনেকটাই কম

aeb57a1476fd0abc70a57de4dae7b4dc

কলকাতা: করোনাভাইরাস নতুন প্রজাতিকে নিয়ে এখন গোটা বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতকে আলাদা ভাবে সতর্ক করেছে। তবে এই আতঙ্কের মাঝেও পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে এলো আজ। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু কমলো অনেকটাই যা রাজ্যবাসীকে স্বস্তি দিচ্ছে। যদিও অসচেতন হওয়ার কোন কারণ নেই তা বারবার স্পষ্ট করে দিয়েছেন গবেষকরা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১১ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যের সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.৩২ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৬৩ জন কলকাতার এবং ৯৫ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমণের প্রথম দুই স্থানে আজও রয়েছে এই দুই জেলা। এর পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৫ হাজার ৩৭৮। এদিকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৪৩৭ জন। স্বস্তির খবর এই যে একদিনে ভাইরাসকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৭১ জন। সেই প্রেক্ষিতে মোট সুস্থ হওয়ার সংখ্যা এই মুহূর্তে ১৫ লক্ষ ৮৮ হাজার ১৭২ জন।

এদিকে করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত অতি ঝুঁকিপূর্ণ দেশ থেকে পর্যটক আসলে তাদের ওপর বাড়তি নজরদারি দিতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত স্ক্রিনিং এবং টেস্টিং করতে হবে। এর পাশাপাশি প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা করোনাভাইরাস পরীক্ষা বাড়ায় কারণ অনেক রাজ্যেই হঠাৎ করে rt-pcr টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্র নির্দেশ দিয়েছে, যে সমস্ত এলাকায় এখনো কনটেইনমেন্ট জোনের মধ্যে আছে সেখানে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে হবে। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *