Aajbikel

হরিশ মুখার্জি রোড দিয়েই ডিএ-র দাবিতে মিছিল, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

 | 
ডিএ

কলকাতা: ডিএ-র দাবিতে এবার রাজ্য সরকারি কর্মীদের মিছিল শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা হরিশ মুখার্জি রোডে। এই মিছিলের অনুমতি ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৬ মে ডিএ আন্দোলনকারীদের এই মিছিল হওয়ার কথা। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য এই মিছিলের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু শর্তসাপেক্ষে এই মিছিল ওই রাস্তা দিয়েই করার অনুমতি দিয়েছে আদালত।  

৬ মে হাজরা দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ধরে ডিএন রোড হয়ে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে এসপি মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে এসে এই মিছিল শেষ হওয়ার কথা। তিনটে বিকল্প রুট মিছিলের জন্য দিলেও তাতে সায় দেয়নি আন্দোলনকারীরা। তারা এই রুট দিয়েই মিছিল করতে চায়। এই বিষয়ে রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, ওটা খুব স্পর্শ কাতর এলাকা। এছাড়া ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে। এদিকে ওই এলাকায় মিছিল করতে গিয়ে যদি ভিড় ছড়িয়ে যায়, বিশৃঙ্খলা হয় তার দায়িত্ব কে নেবে, এই প্রশ্নও তোলে রাজ্য। তবে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধর্না, বিক্ষোভ হয়। তাহলে হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন? প্রশ্ন তাঁর।

এই প্রেক্ষিতেই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি জানান, যে রুট দেওয়া হয়েছে সেটা সবচেয়ে শান্ত এলাকা। তবে কোনও রকম অশান্তি হবে না সেই ভাবে মিছিল করতে হবে। তিনি এও জানান, দুটো থেকে পাঁচটা নয়। একটা থেকে চারটে পর্যন্ত মিছিল করতে হবে। আর কু-মন্তব্য করা যাবে না, শান্তি বজায় রেখে মিছিল করতে হবে। 

Around The Web

Trending News

You May like