ডিএ আন্দোলনের শততম দিনে রাজপথে মিছিল, পেরলো অভিষেকের বাড়িও

ডিএ আন্দোলনের শততম দিনে রাজপথে মিছিল, পেরলো অভিষেকের বাড়িও

কলকাতা: ডিএ আন্দোলনের শততম দিন। আজই কলকাতার হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করার কথা ছিল আন্দোলনকারীদের। সেই মিছিল কার্যত নির্বিঘ্নেই হল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে ডিএ আন্দোলনকারীরা মিছিল নিয়ে গিয়েছে। পরিস্থিতি অন্যরকম হতে পারে আন্দাজ করে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল শয়ে শয়ে পুলিশ। 

প্রথমে এই মিছিল করার অনুমতি পুলিশের থেকে পায়নি ডিএ আন্দোলনকারীরা। তাঁদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, ওটা খুব স্পর্শ কাতর এলাকা। এছাড়া ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে। তবে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধর্না, বিক্ষোভ হয়। তাহলে হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি থাকতে পারে না। অবশেষে তিনি শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেন। সেই মিছিলই এদিন শর্ত মেনেই হয়েছে। এদিন দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে দুপুর ১টায় মিছিল শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে এই মিছিলে যোগ দিতে এসেছেন সরকারি কর্মীরা।