ডিএ আন্দোলনের ছাপ পড়ল এভারেস্টে, হাড় কাঁপানো ঠান্ডা থেকেই এল বার্তা

ডিএ আন্দোলনের ছাপ পড়ল এভারেস্টে, হাড় কাঁপানো ঠান্ডা থেকেই এল বার্তা

কলকাতা: ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এবার পৌঁছে গেল পাহাড়ের চূড়াতেও। তাও আবার যে সে পাহাড় নয়, এভারেস্ট। বকেয়া মহার্ঘভাতার দাবিতে নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি একাধিক সংগঠন। তাদের মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা আছেন। আর তাদের মধ্যে থেকে আটজনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকেই প্ল্যাকার্ড দেখিয়ে আন্দোলনকে জারি রেখেছেন তারা। 

হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে ‘বঞ্চিত’ সরকারি কর্মচারীদের এই আটজন প্রতিনিধি যান এভারেস্ট বেস ক্যাম্পে। তারা সেখানে দাঁড়িয়ে গলায় ডিএ ইস্যু নিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে আন্দোলন জারির বার্তা দেন। সেই ছবিই ভাইরাল হয়েছে। প্রতিবাদীদের বক্তব্য, বাংলাকে সস্তার শ্রমিক তৈরির কারখানায় পরিণত করা হয়েছে। দেশের বড় অংশের কাছে যাতে এই বার্তা দেওয়া যায় এবং রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি বদলানো যায়, সেই প্রেক্ষিতেই প্রায় সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন তারা। 

প্রসঙ্গত, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ফের একবার পিছিয়ে গিয়েছে। এই নিয়ে দশম বারের জন্য শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছল৷ শেষ শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি হৃষিকেশ রায় এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =