কলকাতা: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে গত ২৯ নভেম্বর নবান্নের ভিতরে আচমকা বিক্ষোভ দেখানোর ঘটনা আদৌ ভালো চোখে দেখেনি প্রশাসন। তবে সরাসরি এই ইস্যুর কথা উল্লেখ না করলেও বিক্ষোভকারী সংগঠন সিপিএমের মদতপুষ্ট কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা সহ প্রায় গোটা নেতৃত্বকে এবার বদলি করে দিল নবান্ন। বিজয়বাবুকে সুদূর দার্জিলিংয়ের ফুলবাড়িতে খাদ্য দপ্তরের একটি অফিসে বদলি করা হয়েছে। বিজয়বাবুদের অভিযোগ, বকেয়া ডিএ ও বেতন কমিশন সংক্রান্ত ন্যায্য দাবিতে বিক্ষোভ দেখানোর জেরেই তাঁদের বদলি করা হয়েছে। সোমবার তাঁরা বদলির আদেশের কপি হাতেও পেয়েছেন। সংগঠনের শীর্ষ নেতৃত্বকে এভাবে বদলি করায় স্বাভাবিকভাবে সংগঠনের সমর্থক-কর্মীদের মধ্যে একই সঙ্গে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
ডিএ’র দাবিতে আন্দোলনে নেমে চূড়ান্ত পরিণতি কো-অর্ডিনেশনের শীর্ষ নেতার, বাড়ছে ক্ষোভ-আতঙ্ক
কলকাতা: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে গত ২৯ নভেম্বর নবান্নের ভিতরে আচমকা বিক্ষোভ দেখানোর ঘটনা আদৌ ভালো চোখে দেখেনি প্রশাসন। তবে সরাসরি এই ইস্যুর কথা উল্লেখ না করলেও বিক্ষোভকারী সংগঠন সিপিএমের মদতপুষ্ট কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা সহ প্রায় গোটা নেতৃত্বকে এবার বদলি করে দিল নবান্ন। বিজয়বাবুকে সুদূর দার্জিলিংয়ের ফুলবাড়িতে খাদ্য দপ্তরের একটি