শনিবারই সাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড়! কবে কোথায় আছড়ে পড়বে ‘রেমাল’?

কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ৷ আশঙ্কা সত্যি করে শনিবারের মধ্যেই তৈরি হয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আবহাওয়া দফতর।…

কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ৷ আশঙ্কা সত্যি করে শনিবারের মধ্যেই তৈরি হয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আবহাওয়া দফতর। ২৬ মে রবিবার সন্ধের পরই বঙ্গ উপকূলে নেমে আসতে পারে আঘাত৷ তাণ্ডব চলতে পারে বাংলাদেশেও। তেমনটাই বলছে মৌসম ভবন৷

 

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমেই তা উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করেছে৷ বর্তমানে এর অবস্থান পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক উপরে৷

 

বৃহস্পতিবার এই নিম্নচাপ অঞ্চল আরও খানিকটা উত্তর-পূর্বে সরবে এবং শুক্রবার সকালের মধ্যেই তা নিম্নচাপে ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে। এর পর এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে এবং শনিবার সকালের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তেমনটাই বলছে হিসাব। আবহবিদরা  আরও জানাচ্ছেন, এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর তা আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি ল্যান্ডফল করবে৷

শুক্রবার থেকেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *