Aajbikel

শক্তি বাড়াবে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের ভ্রুকুটি! মঙ্গলবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

 | 
ঘূর্ণিঝড়

 কলকাতা: পূর্বাভাস ছিলই। সেই মতোই রবিবার সকালে আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হয়ে গিয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ বর্তমানে সেটির অবস্থান থাইল্যান্ডের দক্ষিণে৷ ক্রমেই তা শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঢুকে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷ এর পরেই তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব বাংলায় পড়বে কি? 

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকালেই দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর আসর পরই সেটি শক্তি বাড়াবে এবং নিম্নচাপে পরিণত হবে। বুধবার ওই নিম্নচাপের শক্তি আরও অনেকটা বাড়বে। এরপর সেটি অন্ধ্র উপকুলের দিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপ। তবে নিম্নচাপের গতিপথ বদলের সম্ভাবনাও আবহাওয়াবিদরা উড়িয়ে দিচ্ছেন না৷ তবে বাংলায় এর সরাসরি প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই৷ নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়ার বদল ঘটতে পারে। ভেস্তে যেতে পারে শীতের আমেজ৷ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে৷ উপকুলের জেলাগুলিতে হালকা গরমও অনুভব হবে। শ্লথ হবে শীতের গতি৷ 

তবে এই গভীর নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে মৌসম ভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে যদি শেষপর্যন্ত এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেটির নাম হবে মিগজাউম।    

Around The Web

Trending News

You May like