কখন কোথায় আছড়ে পড়বে যশ? কোন জেলায় কতটা বৃষ্টি, জানাল হাওয়া অফিস

কখন কোথায় আছড়ে পড়বে যশ? কোন জেলায় কতটা বৃষ্টি, জানাল হাওয়া অফিস

1ee0ceaaa75452923ddf6fb7ff6b8d3d

কলকাতা:  আম্পানের স্মৃতি এখনও টাটকা বঙ্গবাসীর মনে৷ সেই স্মৃতি ম্লান হওয়ার আগেই সর্বশক্তি দিয়ে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ৷ সকাল সাড়ে ১১টা নাগাদ ১৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯. ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ছিল ঘূর্ণিঝড়ের অবস্থান৷ আর দূরত্বের বিচারে দীঘা থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এর অবস্থান বলে জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- বিপর্যয় কাটলেই জল-বিদ্যুৎ নেই বলে চিৎকার করবেন না: মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে৷ আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ৷ এই ১২ ঘণ্টা পেরনোর পর আরও ঘনীভূত হবে ঘূর্ণিঝড়৷ ২৬ মে ভোরে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে পৌঁছে যাবে যশ৷ ওই দিন দুপুরে  ভূখণ্ডের উপর আছড়ে পড়বে যশ৷ ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে বালাসোরের খুব কাছে আছড়ে পড়বে এই অতিপ্রবল ঘূর্ণিঝড়৷ 

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে৷ তবে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হবে৷ বাতাসের গতিবেগ বৃদ্ধি পাবে৷ ২৪ তারিখ কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দুই এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ ২৫ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়৷ তবে হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণা এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে৷

২৬ মে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে যশ৷ ফলে বৃষ্টির পরিমাণও বাড়বে৷ ওই দিন ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত হবে৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং বীরভূমে৷ শুধুমাত্র ভারী বৃষ্টি হবে নদীয়া, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়ে৷   

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন ২৭ তারিখ বৃষ্টি কমে যাবে৷ তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ বৃষ্টি হবে সিকিমেও৷ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে৷ 

যশ বালাসোরে আছড়ে পরার পর তা ঝাড়খণ্ডের দিকে যাবে৷ যার জেরে ২৬ ও ২৭ মে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেখানকার বেশ কিছু জায়গায়৷ দুই-একটি জায়াগায় অতি ভারী বৃষ্টি হবে৷ 

আরও পড়ুন- আম্পানের চেয়েও বড় হতে চলেছে যশ, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে ঘূর্ণি যেখানে রয়েছে, সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে, সর্বোচ্চ গতিবেগ ৬০৷ ২৫ তারিখ বিকেল ৪টের মধ্যে বায়ুর গতিবেগ ৬০ ঘণ্টা প্রতি কিলোমিটার হয়ে যাবে৷ ২৬ তারিখ সকালে তা আরও বেড়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগ হবে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে যশের গতিবেগ সর্বোচ্চ থাকবে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে উত্তর ২৪ পরগনার উপকূল এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। হাওড়া, হুগলী ও কলকাতাতে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা, বর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতিঘণ্টা হবে৷ সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে৷ বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুরে বেশি জলোচ্ছ্বাস হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *