২৬ মে’র আতঙ্ক! ৭৫-৮৫ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়তে পারে ‘যশ’

২৬ মে’র আতঙ্ক! ৭৫-৮৫ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়তে পারে ‘যশ’

কলকাতা: গত বছর এই মাসেই আমফান ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছিল পশ্চিমবঙ্গের একাংশ। ঠিক এক বছরের মাথায় আবার এক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে বাংলা! হাওয়া মহল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ২৬ মে‌ বাংলার সুন্দরবন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ঘূর্ণিঝড় বিষয়ক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও ঘনীভূত হবে। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২২ মে বঙ্গোপসাগরের উপরে উত্তর আন্দামানের পাশে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। ২৩ মে’র মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরে ২৬ মে সন্ধ্যাবেলা এই ঘূর্ণিঝড় বাংলা এবং ওড়িশার উপকূলে প্রবেশ করবে। মূলত বাংলার সুন্দরবন উপকুলে আছড়ে পরতে চলেছে এটি, আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকবে প্রায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। তার আগে ২৫ মে সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২৬ মে রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত মৎস্যজীবীদের ২৪ মে থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এখন যারা সমুদ্রে রয়েছেন তাদেরও আগামী ২ দিনের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। 

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছর পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল আমফান ঘূর্ণিঝড়। সেই তাণ্ডবের স্মৃতি এখনো রাজ্যবাসীর মনে স্পষ্ট ভাবে রয়েছে। সেই ঘূর্ণিঝড়ের এক বছর পূর্তিতে আবার এক ঘূর্ণিঝড় আসার ইঙ্গিত দেওয়া হয়েছে! আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের ফলে আন্দামান ও নিকোবরে নির্ধারিত সময়ের ২-১ দিন আগেই ঢুকে যেতে পারে বর্ষা৷ তবে, ঘূর্ণিঝড় ‘যশ’কে নিয়ে অহেতু আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন রাজ্য৷ পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করেছে প্রশাসন৷ এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকের দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সম্পূর্ণরূপে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 13 =