বর্ষা আসার আগেই তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়? আতঙ্কের নাম ‘রেমাল’

কলকাতা: ফের বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা৷ পারদ চড়ছে জেলায় জেলায়। বৃহস্পতিবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে। শুক্র-শনি শুকনোই থাকবে আবহাওয়আ৷ তবে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে…

কলকাতা: ফের বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা৷ পারদ চড়ছে জেলায় জেলায়। বৃহস্পতিবারও কিছু জেলায় বৃষ্টি হতে পারে। শুক্র-শনি শুকনোই থাকবে আবহাওয়আ৷ তবে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আর মাসের শেষে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে রিমাল। তবে কতটা গতিতে এবং বাংলার কোন অংশে তা আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়।

 

 

এদিকে, চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷ শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর মে মাসের শেষ দিকে, মোটামুটি ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসবে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। ২০ তারিখের পর এর গতিবিধি স্পষ্ট হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *