Aajbikel

বাড়ছে সমুদ্রের উত্তাপ, সাইক্লোন হয়ে উঠছে ভয়াবহ, ১৩০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ‘মোকা’

 | 
ঘূর্ণিঝড়

 কলকাতা: ক্রমেই বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে৷ মঙ্গলবার তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আগামী কয়েক দিনের মধ্যেই এই নিম্নচাপ 'সিভিয়ার স্টর্ম' বা শক্তিশালী ঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোকা’৷   


আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরই বোঝা যাবে ঠিক কোন পথে এগিয়ে কোথায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়৷ তবে দিল্লির মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ঘণ্টায় ১৩০ কিলেমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ বুধবারই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ এর পর তা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিক হয়ে মায়ানমারের দিকে এগিয়ে যেতে পারে৷ তবে নিম্নচাপের জেরে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ তাঁরা যেন এই সময় সমুদ্রে না যান৷ 


এদিকে, নিম্নচাপের ফলে কালো মেঘে ঢেকেছে দক্ষিণী রাজ্যগুলি৷ এর প্রভাবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্র, তেলাঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  আইএমডি জানাচ্ছে, কখন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে এবং সেই সময় এর গতিবেগ কত থাকবে, তা নিশ্চিত করে জানানো যাবে আজ৷  তবে আইএমডি -র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন সাইক্লোনিক স্টর্ম ১১ মে উত্তর ও উত্তর পশ্চিমে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করবে৷ এখনও পর্যন্ত স্যাটেলাইট ইমেজের যে রেখচিত্র মিলেছে তাতে বাংলাদেশ ও মায়নামারের দিকেই এগোবে ‘মোকা’৷ 


আবহাওয়াবিদরা জানাচ্ছে, সমুদ্রতলের তাপমাত্রা  ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়৷ চারদিক থেকে প্রবল গতিতে হাওয়া বইতে থাকে৷ সাইক্লোন সমুদ্রতলে তৈরি হতে গেলে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও তচাপমাত্রা চলে যেতে পারে৷ 

Around The Web

Trending News

You May like