কলকাতা: গত বছরের আমফান ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও টাটকা। এবার জানা গেল আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে দেশে। প্রবল একটি ঘুর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘুর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’। এর জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।
আজ থেকেই লাক্ষাদ্বীপ-সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরলে শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বই, গোয়া, এবং গুজরাটে ভাল প্রভাব পড়বে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বইবে বলে জানান হয়েছে। এদিকে জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
Depression over Lakshadweep area near latitude 11.0°N and longitude 72.5°E, about 30 km south-southwest of Amini Divi, To intensify into a Cyclonic Storm in next 24 https://t.co/83HTlHnJJU move move north-northwestwards and reach near Gujarat coast by 18th May morning. pic.twitter.com/qGO44bktRi
— India Meteorological Department (@Indiametdept) May 14, 2021
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রাজ্যগুলিতে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের প্রশাসনকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলিকে সব রকম ভাবে সাহায্য করবে সেই আশ্বাস দেওয়া হয়েছে।