cyclone
কলকাতা: চলতি বছর দুর্গাপুজো বেশ দেরিতেই পড়েছিল। কিন্তু তাও ‘অসুর’ হয়েছিল বৃষ্টি। অষ্টমীর পর থেকে আবহাওয়ায় বদল এসেছিল, নবমী-দশমীতে বৃষ্টি দেখেছে বাঙালি। তাহলে কি লক্ষ্মী পুজোর দিনও বৃষ্টি হবে? আপাতত তেমন কোনও ইঙ্গিত মিলছে না। এতেই স্বস্তি পাচ্ছেন সকলে। জানা গিয়েছে, যে ঘূর্ণিঝড় ‘হামুন’ নিয়ে চিন্তা ছিল তার শক্তিক্ষয় হয়েছে বঙ্গোপসাগরে। এতএব ঘূর্ণিঝড় নিয়ে বাংলায় চিন্তার কোনও কারণ নেই।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালেই বঙ্গোপসাগরে শক্তিক্ষয় হতে শুরু করেছিল ঘূর্ণিঝড় হামুনের। বেলা বাড়তেই সেটি পরিণত হয়েছিল গভীর নিম্নচাপে। এই মুহূর্তে তার যা অবস্থা তাতে সেটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তাই আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। যদিও অন্য একটি আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, হালকা একটা হিমেল আবহাওয়া থাকবে আগামী দিন কয়েক। অর্থাৎ রবিবার, লক্ষ্মী পুজোর দিন কিঞ্চিৎ শীত শীত আমেজ মিললেও মিলতে পারে। সেটা অবশ্য বৃষ্টির থেকে বহু গুণ ভালো।
আগামী কয়েকদিনের পর থেকে বঙ্গে শীতল আমেজ পুরোপুরি ঢুকতে শুরু করবে বলেও ইঙ্গিত মিলেছে হাওয়া মহলের তরফে। রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আভাস মিলে গেলে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আদ্যপ্রান্ত শীতের অনুভূতি পেতে পারে বঙ্গবাসী। এবার দেখার, এই বছর শীত কেমন পারফর্ম করে।