cyclone
কলকাতা: দুর্গাপুজোর শেষ লগ্নে আবহাওয়া ব্যাঘাত ঘটাতে পারার মতো পূর্বাভাস মিলে গিয়েছে এদিন সকালেই। পূর্বাভাস সত্যি করে নেমেছে বৃষ্টি। নবমীর সকাল থেকে তাই মন খারাপ বাঙালির। তবে এই বৃষ্টির পাশাপাশি যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনান হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ‘হামুন’। এই নামকরণ করেছে ইরান। এই ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আজ কলকাতা সহ উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। পুজোর এই বাকি দুদিন বাঙালিকে বৃষ্টি নিয়েই থাকতে হবে। এই ঘূর্ণিঝড় পরিস্থিতি আগামী ৩ দিন থাকার সম্ভাবনা। তাই আগামী দিনগুলি বৃষ্টিতে ভিজেই কাটাতে হতে পারে বঙ্গবাসীকে। হাওয়া অফিসের স্পষ্ট বার্তা, নবমী থেকে একাদশী পর্যন্ত থাকবে দুর্যোগ। দশমী ও একাদশীর দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবেই বঙ্গে এই বৃষ্টি পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। সকালে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, ওই নিম্নচাপটির অবস্থান দিঘার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু ঘণ্টায় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যেতে পারে।