শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, প্রভাব বাংলায়, জারি সতর্কতা!

কলকাতা: বিধ্বংসী ফণীর আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা লাগোয়া ওড়িশার কয়েক লক্ষ মানুষ৷ এবার বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে দুশ্চিন্তা বাংলা-ওড়িশা সীমান্তের বাসিন্দারা৷ আন্দামানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় বাড়ছে আশঙ্কা৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্দামান লাগোয়া বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সবশেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে৷ হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ঘনীভূত

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, প্রভাব বাংলায়, জারি সতর্কতা!

কলকাতা: বিধ্বংসী ফণীর আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা লাগোয়া ওড়িশার কয়েক লক্ষ মানুষ৷ এবার বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে দুশ্চিন্তা বাংলা-ওড়িশা সীমান্তের বাসিন্দারা৷ আন্দামানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় বাড়ছে আশঙ্কা৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্দামান লাগোয়া বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সবশেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে৷ হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ঘনীভূত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে৷ ঘূর্ণিঝড় বুলবুল কোন পথে অগ্রসর হবে, তা এখনও জানতে পারেনি মৌসম ভবন৷ কেননা, নিম্নচাপটি অতি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সবেমাত্র৷ ফলে, এখন তার অবস্থান রয়েছে মাঝ সমুদ্রে৷ আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ঘূর্ণিঝড় বুলবুল কোন পথে অগ্রসর হবে, তার ওপর নির্ভর করছে পরবর্তী সর্তকতা জারি হবে বলে জানা গিয়েছে৷ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় আগামী শুক্রবার থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া৷

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দক্ষিণবঙ্গের তিন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে৷ শনিবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ রবিবার বিকেল থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আবহাওয়া৷ নভেম্বরের শুরুতেই নিম্নচাপে হাত ধরে তাপমাত্রা নামতে পারে বলেই মনে করা হচ্ছে৷ তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় প্রভাবে আপাতত শীত ঢোকার কোনও সম্ভাবনা থাকছে না৷ শীত পরতে পরতে সেই ডিসেম্বর হয়ে যাবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =