Aajbikel

ঝড়ের তাণ্ডবে বিপন্ন বিশ্বের প্রাচীনতম বটগাছ, অস্তিত্ব সংকটে বটানিক্যাল গার্ডেন

 | 
ঝড়ের তাণ্ডবে বিপন্ন বিশ্বের প্রাচীনতম বটগাছ, অস্তিত্ব সংকটে বটানিক্যাল গার্ডেন

কলকাতা: অতিপ্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেরবার হাওড়ার শিবপুর বটানিক্যাল গার্ডেন৷ ধ্বংস হয়ে গিয়েছে ২৭০ বছরের প্রাচীন বটগাছ৷ পড়েছে উপড়ে৷ তছনছ হয়েছে গোটা গার্ডেন৷ বিপন্ন হাজার প্রজাতির বেশি গাছ৷

এর আগে একাধিক ঝড়ের সঙ্গে লড়াই করেছে প্রাচীন এই বটবৃক্ষটি৷ ১৮৬৪ থেকে ১৮৬৭, দু’টি বড় ঝড়ের বিরুদ্ধে লড়াই করেছিল ৪.৬৭ একর জুড়ে দাঁড়িয়ে থাকা ২৭০ বছরের প্রাচীনটি৷ ১৯২৫ সালে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছটি৷ কিন্তু, এবারের ঝড়ে গাছটির উত্তর-পশ্চিম কোণে ব্যাপক ক্ষতি হয়েছে৷ তৈরি হয়েছে বিশাল গহ্বর৷

ঝড়ের পর উদ্যান পরিদর্শনে যান উদ্ভিদবিজ্ঞানীরা৷ কীভাবে ওই গাছটির জীবন ফিরিয়ে আনা সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে৷ ঝড়ে ক্ষতি হওয়া গাছগুলি সরিয়ে নতুন করে গাছ লাগানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, ঝড়ের তাণ্ডবে ১৫ হাজার গাছের মধ্যে একহাজারেরও বেশি নষ্ট হয়েছে৷ ধ্বংস হয়েছে সুবিশাল বাঁশঝাড় থেকে শুরু করে রকমারি পাইনগাছ৷

Around The Web

Trending News

You May like