Governor
কলকাতা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ‘বকেয়া’ আদায় করতে ৪৮ ঘণ্টা ধর্না দেবেন তিনি৷ কিন্তু, মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগেই বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানালেন, রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া নিয়ম মানলে শীঘ্রই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই এই বার্তা দেন তিনি৷ এদিকে, দু’দিনের ধর্না কর্মসূচি শেষ করে আগামী ৭ ফেব্রুয়ারি, বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
বুধবার রাতে দিল্লি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি। দু’জনের মধ্যে বেশ কিছু ক্ষণ কথাবার্তাও হয়৷ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বোস। এর পরেই একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘বাংলার মানুষকে ন্যায় পাইয়ে দিতে যা যা করণীয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেটা করছে।’’