Aajbikel

রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস, অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী, এলেন না শুভেন্দু

 | 
cv anand

কলকাতা: বাংলার নতুন রাজ্যপাল  হিসাবে বুধবার শপথ নিলেন সিভি আনন্দ বোস৷ রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীরা৷ এসেছিলেন  প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তাঁর স্ত্রীও।

বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা। নির্ধারিত সময় অনুযায়ী ঠিক ১০ টা বেজে ৪৫ মিনিটে রাজভবনের শপথ গ্রহণ কক্ষে উপস্থিত হন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শপথ নেওয়ার পরই রাজভবনে উপস্থিত নেতা-মন্ত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এদিন মিষ্টির হাঁড়ি দিয়ে রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তবে দেখা গেল না বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীকে৷ 

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে৷ আমন্ত্রণ পাওয়ার পর তিনি জানিয়েছিলেন, রাজভবনে যাবেন। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দুটি টুইট করে বিরোধী দলনেতা জানান, আজকের অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না৷ কেন যাচ্ছেন না, সেই কারণও স্পষ্ট জানান তিনি। শুভেন্দু বলেন, দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ কুণ্ডুর পাশে তাঁর বসার ব্যবস্থা করায় তিনি রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না৷ নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও মাথাচারা দিল বিতর্ক৷ 

Around The Web

Trending News

You May like