কাঠ কাটায় বেনিয়ম, জঙ্গলমহলে কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত

কাঠ কাটায় বেনিয়ম, জঙ্গলমহলে কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত

বাঁকুড়া: টেণ্ডার বহির্ভূতভাবে গাছ বিক্রির অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরের তৃণমূল পরিচালিত সিহড় গ্রাম পঞ্চায়েতে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কাঠ বোঝাই একটি লরি ও ট্রাক্টর আটক করেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই গাড়ি দু’টি পঞ্চায়েত কার্যালয়ের সামনেই আটক করে রাখা হয়েছে৷

স্থানীয়দের দাবি, একটি অংশের গাছ বিক্রির জন্য পঞ্চায়েতের তরফে টেণ্ডার আহ্বান করা হয়। এক ব্যবসায়ী সেই গাছ কেনেন। পরে স্থানীয় মশিনাপুর দোলুই পাড়া ক্যানেল পাড়ের যে গাছ গুলির টেণ্ডার হয়নি এমন কয়েক লক্ষ টাকার ইউক্যালিপটাস গাছও বেআননিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্যবসায়ী সেই গাছ কেটে নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেন ও থানায় খবর দিলে পুলিশ এসে একটি লরি ও ট্রাক্টর আটক করে।

স্থানীয় বাসিন্দা লোকমান মণ্ডলের অভিযোগ, বেআইনিভাবে গাছ বিক্রির পিছনে প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য পদাধিকারী সহ সিহড় অঞ্চল তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন যুক্ত। এই ধরণের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। তৃণমূল অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেন কোটিপতি, তারপর এসব করে আরও কোটিপতি হতে চাইছেন বলে তিনি দাবি করেন।

টেণ্ডার বহির্ভূত গাছ বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন প্রধান সন্ধ্যা সাঁতরা। তিনি বলেন, ‘‘যে পরিমান অতিরিক্ত গাছ কাটা হয়েছে, তার টাকাও পঞ্চায়েতকে দেওয়া হয়েছে৷’’ যদিও তৃণমূলের সিহড় অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেনের দাবি, ‘‘গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে কাঠ বোঝাই একটি লরি ও ট্রাক্টর আটক আছে কি না, সেটা আমার জানা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =